নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়শন ঢাকা উত্তর জোনাল কমিটি গঠিত হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মৈশাইর ইউনিয়ন এলপিজি অটোগ্যাস রিফুয়েলিং স্টেশনের স্বত্বাধিকারী জামিল ওয়াহেদকে সভাপতি এবং গাজীপুর সদরের সাগর সৈকত সিএনজি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী ওয়াসিউল হুদাকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (০৯ অক্টোবর) সকালে বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. মো সিরাজুল মাওলা ও সাধারণ সম্পাদক মো. হাসিন পারভেজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি ঢাকার সাভারের এইচ.কে ফিলিং স্টেশন ও সার্ভিস সেন্টারের স্বত্বাধিকারী মো. হুমায়ুুন কবির ভূঁইয়া, সহ-সভাপতি ঢাকা তুরাগের ইসলাম ব্রাদার্স এলপিজি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী এসকে মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নরসিংদী সদরের এ.ই সিএনজি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী এমদাদুল হক বাবলু, অর্থ সম্পাদক ঢাকার ভাটারার পিনাকল পাওয়ার লিমিটেডের স্বত্বাধিকারী মো. আব্দুস শাকুর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাভার বিএনএস এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. জহির উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক গাজীপুর সদরের আজাদ এলপিজি ফিলিং এন্ড কনভার্সন সেন্টারের স্বত্বাধিকারী মো. আকিকুর রহমান খান ও সহ দপ্তর সম্পাদক ভাটারর এক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের স্বত্বাধিকারী মোহাম্মদ রাকিব হোসেন।
জানা গেছে, বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ অ্যাসোসিয়শন ঢাকা উত্তর জোনাল কমিটির অধীনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গাজীপুর, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা অর্ন্তভূক্ত। নতুন এ কমিটিকে আগামী ২ বছরের জন্য গঠন করা হয়েছে।
কালীগঞ্জে স্বল্পমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি এ্যাডভোকেসী সভা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।