এশিয়া কাপ বাতিল করে নতুন টুর্নামেন্টের আয়োজন করতে চায় ভারত?

এশিয়া কাপ বাতিল করে নতুন টুর্নামেন্টের আয়োজন করতে চায় ভারত?

এশিয়া কাপ বাতিল করে নতুন টুর্নামেন্টের পরিকল্পনা ভারতের?

জুমবাংলা ডেস্ক : সময় দ্রুত চলে গেলেও এ বছরের এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে- সেটা এখনও নির্ধারিত হয়নি। স্বাগতিক দেশ পাকিস্তান হলেও ভারতের আপত্তির মুখে সেখানে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুব কম। এছাড়া নিরপেক্ষ ভেন্যুতেও এশিয়া কাপ আয়োজনের ক্ষেত্রেও আপত্তি আছে দুই দেশের। এমতাবস্থায় গুঞ্জন শোনা যাচ্ছে যে, এশিয়া কাপের বদলে পাঁচটি দলকে নিয়ে নতুন এক টুর্নামেন্ট আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)!

এশিয়া কাপ বাতিল করে নতুন টুর্নামেন্টের আয়োজন করতে চায় ভারত?

সূত্রের খবর, এশিয়া কাপ নিয়ে এশিয়ান ক্রিকেট কনফেডারেশনকে (এসিসি) বিকল্প প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা চান, ভারতের ম্যাচগুলো হোক নিরপেক্ষ ভেন্যুতে আর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি হোক পাকিস্তানে। তবে পাকিস্তানের এই প্রস্তাবে রাজি নয় বিসিসিআই। তাদের দাবি, পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাত অথবা শ্রীলঙ্কায় আয়োজন করতে হবে এশিয়া কাপ। বিসিসিআইয়ের এই প্রস্তাব আবার কোনোভাবেই মানতে রাজি নন পিসিবি।

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এবারের এশিয়া কাপ ৫০ ওভারের ফরম্যাটে হওয়ার কথা। এদিকে পিসিবি হুমকি দিয়ে রেখেছে, ভারতীয় দল পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না গেলে পাকিস্তানও ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না! এই পরিস্থিতিতে বিকল্প ভাবছে বিসিসিআই। শেষ পর্যন্ত এশিয়া কাপ বাতিল হলে সেই সময় পাঁচটি দেশকে নিয়ে ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনের গুঞ্জন বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। এসিসির একটি সূত্র জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।