জুমবাংলা ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আন্তর্জাতিক ১০টি রুটে ৭৪ ফ্লাইট কমালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ।
আজ (৯ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন ।
তিনি বলেন, ১০টি আন্তর্জাতিক রুটে সপ্তাহে ১৪২টি ফ্লাইটের মধ্যে ৬৮টি ফ্লাইট চালু রেখেছে বিমান। কমেছে ৭৪টি ফ্লাইট।
বিমান কর্মকর্তারা জানান, বাতিল হয়ে যাওয়া ফ্লাইটের যাত্রীরা চাইলে তাদের টিকিটের টাকা ফেরত পাবেন। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর আক্রান্ত দেশ থেকে বিমান চলাচল অনেক দেশই সীমিত করছে।
তারা জানান, এসব রুটের মধ্যে রয়েছে কুয়ালালামপুর, কাঠমান্ডু, কলকাতা, দিল্লি, ব্যাংকক, সিঙ্গাপুর, দোহা, জেদ্দা, মদিনা ও কুয়েত। মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও কুয়েত এরই মধ্যে বাংলাদেশ থেকে সে দেশে বিমান চলাচল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের ধারণা, এ অবস্থা চলতে থাকলে বিমান সংস্থাগুলো কয়েক হাজার কোটি ডলার ক্ষতির মুখে পড়বে। বিশ্বের শতাধিক দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এ পর্যন্ত প্রায় লাখের বেশি আক্রান্ত এবং সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। এরই মধ্যে বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।