জুমবাংলা ডেস্ক : কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার ৭ মিনিটের মধ্যেই মোমেনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারী হাঁপানি ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তবে তিনি ইতোমধ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই নারীর বাড়ি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায়। তার স্বামীর নাম নুরুল হক।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শাহীন মো. আবদুর রহমান চৌধুরী জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মোমেনা বেগম হাসপাতালের জরুরি বিভাগে আসে। তার শ্বাসকষ্ট ছিল। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার ৭ মিনিটের মধ্যেই তিনি মারা যান।
ডা. শাহীন মো. আবদুর রহমান চৌধুরী আরও জানান, গর্জনিয়া থেকে আসার আগে ওই নারী একজন স্বাস্থ্য সহকারির কাছে চিকিৎসা নেন। ওই স্বাস্থ্য সহকারি চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। এর আগে তিনি একজন গ্রাম্য চিকিৎসকের কাছেও চিকিৎসা নিয়েছিলেন।
কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: শাহজাহান নাজির জানান, ওই রোগীর হার্ট, ডায়াবেটিস ও এ্যাজমার সমস্যা ছিল। তার ডায়াবেটিসের মাত্রা বেশি ছিল। তবুও করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামীকাল পরীক্ষার পর ওই নারী করোনা আক্রান্ত ছিলেন কিনা তা জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।