জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গাজী শফিকুল আলম চৌধুরী (৭৭) নামে আরো এক চিকিৎসক মারা গেছেন। শনিবার রাতে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গাজী শফিকুল আলম চৌধুরীর গ্রামের বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম চৌধুরীপাড়ায়। পৈতৃক সূত্রে তিনি বগুড়া শহরের সূত্রাপুর ঈদগাহ মাঠ লেনে বসবাস করতেন।
প্রায় ৪৭ বছর ধরে লন্ডনে চিকিৎসা পেশায় জড়িত ছিলেন গাজী শফিকুল আলম। ২০০৬ সালে দেশে ফিরে তিনি বগুড়া শহরে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেন। গাজী রিয়েল এস্টেটের চেয়ারম্যান ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তাঁর একমাত্র ছেলে গাজী সজল চৌধুরী যুক্তরাজ্যপ্রবাসী।
গাজী শফিকুল আলমের ছোট ভাই ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক উপপরিচালক গাজী সাইফুল ইসলাম চৌধুরী বলেন, তাঁর ভাই চলতি মাসের প্রথম দিকে প্রথমে নিউমোনিয়ায় আক্রান্ত হন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ৪ ডিসেম্বর করোনা পরীক্ষার জন্য তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। ৫ ডিসেম্বর তিনি কভিড-১৯ পজিটিভ শনাক্ত হন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১১টা ৫০ মিনিটে তিনি মারা যান। রবিবার বাদ জোহর বগুড়া শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং বাদ আসর গাবতলী উপজেলার উজগ্রাম চৌধুরী পাড়ায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আটজন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।