জুমবাংলা ডেস্ক : উন্নত চিকিৎসার জন্য করোনাভাইরাসে আক্রান্ত যশোর মেডিক্যাল কলেজের এনাটমি বিভাগের প্রভাষক ডা. সাইদ্জ্জুামানকে (৩২) ঢাকায় নেওয়া হয়েছে। বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে বুধবার রাত ১০টায় তাকে যশোর থেকে ঢাকায় নেওয়া হয়। তাকে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন।
তিনি জানান, তার শ্বাসকষ্ট ও অক্সিজেন অনিন্ত্রিতভাবে ওঠানামা করছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার ডা. সাইদুজ্জামানের করোনা শনাক্ত হয়। এরপর তিনি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে তার অবস্থার অবনতি হয়। তাকে ঢাকায় পাঠানোর সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আখতারুজ্জামান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।