আন্তর্জাতিক ডেস্ক : অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কলকাতার ইএম বাইপাসের ধারে আনন্দপুর এলাকা থেকে ২১ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালের দিকে যৌথ অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের আটক করে কলকাতা পুলিশের ‘স্পেশাল টাস্ক ফোর্স’ (এসটিএফ)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভুয়া আধার ও ভোটার কার্ড।
পুলিশ সূত্রে খবর, মানব পাচারের সাথে যুক্ত অভিযোগে মফিজুর রহমান নামে এক বাংলাদেশিকে দীর্ঘদিন ধরেই সন্ধান চালাচ্ছিল উত্তরপ্রদেশের এসটিএফ। কিছুতেই তার নাগাল পাচ্ছিল না। সম্প্রতি তাদের কাছের খবর আসে কলকাতায় আত্মগোপন করে আছে মফিজুর। এরপর মোবাইল লোকেশন ট্র্যাক করে এরপর মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে কলকাতা পুলিশের সাথে যৌথ ভাবে আনন্দপুরের গুলশান কলোনি এলাকায় অভিযান চালানো হয়। আর সেখানেই প্রধান অভিযুক্ত মফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরেই উত্তরপ্রদেশের পুলিশের নজরে ছিল এই মফিজুর। একাধিক ব্যক্তিকে বাংলাদেশ থেকে ভারতে এনে তাদের ভুয়া পরিচয় পত্র, পাসপোর্ট বানিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে পাঠিয়ে দিতো বলেও মফিজুরের বিরুদ্ধে অভিযোগ। মফিজুরের সন্ধানে এসেই ওই এলাকা থেকে আরও ২০ জন বাংলাদেশি নাগরিকের হদিশ পায় পুলিশ।
এদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই আনন্দপুরের গুলশান কলোনি এলাকায় আচমকা অভিযানে চালঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর তাদেরকে নিয়ে আসা হয় আনন্দপুর থানায়। সেখানে দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। তবে তাদের কারো কাছ থেকেই ভারতে প্রবেশের কোন বৈধ নথি পাওয়া যায়নি। ঠিক কি কারণে তারা কলকাতায় অবস্থান করছিল, তাও পরিস্কার করে জানাতে পারেনি। ফলে তৈরি হয়েছে ধোঁয়াসা।
গ্রেফতারকৃত ২১ জন বাংলাদেশি নাগরিকের খোঁজখবর নিয়ে কলকাতা পুলিশের তরফে বাংলাদেশ পুলিশের সাথেও যোগাযোগ করা হবে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।