
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্নস্থানে মাস্ক পরিধান না করায় ১৬ জনকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
Advertisement
মঙ্গলবার (৭ জুলাই) পরিচালিত ওই ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,কাপাসিয়া উপজেলা বারিষাব ইউনিয়ন, চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া বাজার, চাঁদপুর বাজার, বরুন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে যেসব বিক্রেতা ও ক্রেতা মাস্ক পরিধান করেন নি এমন ১৬ জনকে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়া এসময় বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


