নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় স্থানীয় ৪ হাজার অসহায়, এতিম ও দুঃস্থ মানুষের মাঝে ১৫টি গরুর গোস্ত বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার টোক নয়ন বাজার বণিক সমিতি কার্যালয়ে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. মোতাহার হোসেন মোল্লা ও আলম আহমেদের যৌথ উদ্যোগে ওই ১৫টি বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে ওই কেন্দ্রীয় দুই কৃষক লীগ নেতা উপস্থিত ছিলেন।
কাপাসিয়া উপজেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান আঙ্গুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আ’লীগ নেতা রশিদ সরকার, স্থানীয় কৃষকলীগ নেতা আবুল কাশেম, মঞ্জুরুল হক আকন্দ, আসাদুজ্জমান সরকার প্রমুখ। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও অবিসংবাধিত নেতা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ১৫ আগস্ট ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫টি গরু জবাই করে স্থানীয় ৪ হাজার অসহায়, এতিম ও দুঃস্থ মানুষের মাঝে প্রত্যেককে ১ কেজি করে গোস্ত বিতরণ করা হয়। প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে উপজেলার কাপাসিয়া সদর, রায়েদ, সিংহশ্রী, টোক, করিহাতা, ঘাগটিয়া, দূর্গাপুর, চাঁদপুর, সনমানিয়া, বারিষাব ও তরগাঁও ইউনিয়নের ৪ হাজার মানুষের মাঝে বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির ওই দুই উপদেষ্টার যৌথ উদ্যোগে এরআগে কাপাসিয়া উপজেলা ১১টি ইউনিয়নে সাবেক কৃষকলীগ নেতৃবৃন্দ ও মুজিব আদর্শের সর্বস্তরের নেতৃবৃন্দের সমন্বয়ে সামর্থ্যহীন ৬ হাজার অসহায়, এতিম ও দুঃস্থ মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।