জুমবাংলা ডেস্ক : রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ী এলাকায় বিগত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার বড়াদমসহ আশ পাশের এলাকায় পানিতে ক্ষতিগস্ত শতাধিক পরিবারের মাঝে কাপ্তাই সেনাবাহিনী জীবতলী জোন ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এ সময় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃসোহেল, উপ-অধিনায়ক মোঃ তাওহীদ আমিন, ব্যাটালিয়নের কোম্পানী উপ অধিনায়ক মোঃ এনামুল হক সাকিবসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, চিনি, ডাল, তেল, লবণ, আলু, বিস্কুট, স্যালাইন ও অন্যান্য শুকনো খাবার বিতরণ করা হয়।
এদিকে, সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন চট্টগ্রামের লোহাগড়া ও সাতকানিয়ায় বন্যা দুর্গত এলাকায় উদ্ধার এবং জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশে বান্দরবানেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত সেনা সদস্যরা নিরলসভাবে উদ্ধার তৎপরতা, জরুরি ত্রাণকার্য পরিচালনা, চিকিৎসা সহায়তা প্রদান এবং বন্যা পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্নক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।