Advertisement
জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের চকরিয়া উপজেলায় কালবৈশাখীর ঝড়ে বাড়ির ওপর গাছ ভেঙ্গে পড়ায় জুহুরা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ডুলাহাজারায় এ ঘটনা ঘটে। নিহত জুহুরা খাতুন ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মালুমঘাটস্থ পাহাড়ের বাসিন্দা কামাল হোসেনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য রফিক আহমদ জানান, সকালে হঠাৎ কালবৈশাখী ঝড়ো হাওয়াতে শতবর্ষী একটি গর্জন গাছ গোড়ালি থেকে ভেঙ্গে বসতঘরের ওপর পড়ে।
এ সময় ঘরের পাকঘরে ছিলেন জুহুরা খাতুন। এতে গাছের আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গাছ কেটে তার লাশ উদ্ধার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।