গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাবেক এসিল্যান্ড এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বর্তমান নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহাগ হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
তিনি কাকরাইল ইসলামিক ব্যাংক হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন রয়েছেন। আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থ্যতা দান করেন পরিবার পক্ষ থেকে উনার বন্ধু-বান্ধব, সাবেক ও বর্তমান সহকর্মী সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
মো. সোহাগ হোসেন ২০১৭ সালের ৩০ আগস্ট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালীগঞ্জে যোগদান করেন। যোগদানের পর থেকে একের পর এক উদ্ভাবনী উদ্যোগে উপজেলা ভূমি অফিসের চেহায়ারা বদলে দেন বিসিএস ৩১তম ব্যাচের তরুণ সরকারী ওই কর্মকর্তা। তিনি চিন্তা করলেন যাঁরা জমিজমার সমস্যা নিয়ে এই কার্যালয়ে আসেন, তাঁরা যাতে দালালদের হাতে না পড়েন, সে জন্য নানা সেবা ব্যবস্থা চালু করেন। ওই ভূমি কর্মকর্তার সেবাগুলোর মধ্যে ‘সততা পয়েন্ট’ ছিল সবচেয়ে জনপ্রিয়। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারী তিনি কালীগঞ্জ উপজেলা থেকে তিনি আনুষ্ঠানিক বিদায় নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।