নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে খ্রিস্টান ধর্মীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন কালীগঞ্জের গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলন।
শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার নাগরী ইউনিয়নের কালব রিসোর্টে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় খ্রিস্টান সম্প্রদায়ের সামাজিক, সাংস্কৃতিক ও পেশাগত উন্নয়নসহ আগামী দিনের কালীগঞ্জ কেমন হওয়া উচিত সে বিষয়ে সরাসরি মতামত তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।
এ সময় তারা এলাকার মৌলিক চাহিদা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে নানা পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু ছাড়াও খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দও মতবিনিময় সভায় অংশ নেন।
একে এম ফজলুল হক মিলন বলেন, কালীগঞ্জের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই আমার লক্ষ্য। উন্নয়ন, শান্তি, নিরাপত্তা এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবার অংশগ্রহণ অপরিহার্য। খ্রিস্টান সম্প্রদায়সহ সব ধর্ম-বর্ণের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে আগামী দিনের পরিকল্পনা প্রণয়ন করা হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।