নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ঢাকা-টঙ্গী-ভৈরব রেল রুটের আড়িখোলা রেলস্টেশনের অদূরে রেললাইনের পূর্ব পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর। তার পরনে সাদা ও নীল রঙের হাফ হাতা গেঞ্জি এবং কালো জিন্স প্যান্ট ছিল।
তিনি আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। পরিচয় শনাক্ত হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে পরিচয় না পাওয়া গেলে, ময়নাতদন্ত শেষে মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে বলে জানিয়েছেন এসআই জহিরুল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।