নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রশাসনের সাথে মত বিনিময় করেছেন। সোমবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস.এম ইমাম রাজী টুলু।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনজুর-এ-এলাহী, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী রানা সরকার প্রমুখ।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে উপজেলার বিভিন্ন এলাকায় বর্তমান পরিস্থিতি হামলা, ভাংচুর, লুটপাট, অস্ত্রের মহড়া, মাদক, ডাকাতি, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও বাজারে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড প্রতিহত করা এবং স্থানীয় সরকারী বিভিন্ন দফতরের সেবা নিয়ে বিশেষ আলোচনা করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট সদস্য এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।