নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে বাংলা নববর্ষে ১৪২৯ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কালীগঞ্জের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন সভা কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম শোভনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, পরিষদের ভাইস চেয়ারম্যান মাকসুদ-উল-আলম খান, শর্মীলা রোজারিও, ওসি মো. আনিসুর রহমান, কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহান প্রমুখ।
আলোচনা শেষে স্থানীয় শিক্ষার্থীদের পরিবেশনায় বৈশাখের সংগীত পরিবেশিত হয়। এর আগে বৈশাখী কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।