নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিনামূল্যে স্থানীয় সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার (কেকেএস) মেডিকেল ও ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
টিম ইনক্লুশন বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগীয় সামাজিক সংগঠন কেকেএস আয়োজিত এ ফিজিওথেরাপি ও মেডিকেল ক্যাম্পে জাঙ্গালিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের দেড় শতাধীক মানুষ বাত, শারীরিক ব্যাথা, প্যারালাইসিস ও প্রতিবন্ধী শিশু থেরাপির মাধ্যমে সেবা গ্রহণ করেন। এছাড়াও একই এলাকার রোগীরা নাক, কান ও গলার সমস্যাসহ সাধারণ রোগের চিকিৎসা গ্রহণ করেন।
কালীগঞ্জ কল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান সাজিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন পিডিবির পলাশ-ঘোড়াশাল শাখার সহকারী পরিচালক আবু সৈয়দ ভূঁইয়া, টিম ইনক্লুশন বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম, জাঙ্গালিয়া ইউপি সদস্য সৈয়দ আহমেদ কবির বুলবুল, কেকেএস’র এ্যাড. আতিকুর রহমান, সিরাজুল ইসলাম, আশরাফুল হক সোহেল প্রমুখ। এ সময় সংগঠনের কেকেএস’র কার্য নির্বাহী কমিটির সদস্যসহ সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।