নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আখি (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
নিহত গৃহবধূর আখি দেওপাড়া গ্রামের সুমন মিয়ার স্ত্রী।
ওসি জানান, খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল করেছেন। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্থান্তর করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আখি নিজ বাড়ির রান্নাঘরে রান্নার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত ঝুলন্ত বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে যান। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.