নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জাকারিয়া হাসান জুয়েলের কবর জিয়ারত করেছেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, স্থানীয় বিএনপি, এনসিপি নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কালীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের দেওপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত শহীদ জাকারিয়ার কবর জিয়ারত করেন তারা। এ সময় তার আত্মত্যাগকে গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ, সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম ও প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ শহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ জাকারিয়ার পরিবারে সদস্য, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধান, এসসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী নেতৃবৃন্দ।
পরে জুলাই যুদ্ধে আহত ও শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কালীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমিন গাজীপুরী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।