নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে স্বল্পমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি ইনজেকশন, খাবার বড়ি ও কনডম বিশেষ সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফ্যামিলি প্লানিং-ফিল্ড সার্ভিসেস ডেলিভারি বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানটি বাস্তবায়ন করে কালীগঞ্জ উপজলা পরিবার পরিকল্পনা অফিস।
এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান, পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম মনজুর-এ-এলাহী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, ইউপি চেয়ারম্যান-সচিব, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।