গাজীপুর প্রতিনিধি : মহান মে দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শ্রমিকদের নিয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নানা আনুষ্ঠানিকতায় দিবসটি উদযাপন করে উপজেলা প্রশাসন।
Advertisement
সকালে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র্যালী কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলমের সভাপত্বি ও উপজেলা মৎস্য অফিসার মো. লতিফুর রহমানের পরিচারনায় বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সোহেল রানা, মিজানুর রহমান, আসাদুজ্জামান এরশাদ, আতিকুর রহমান প্রমুখ। এ সময় নানা পেশায় কর্মরত স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



