নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রধান ডাকঘরটি যেন অব্যবস্থাপনা ও অবহেলার দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকালে তো বটেই, সামান্য বৃষ্টিতেই সেবা নিতে আসা মানুষদের পোহাতে হয় চরম দুর্ভোগ। চারপাশে জমে থাকা পানিতে ভিজে, কখনো বা কাঁদা মাড়িয়ে অফিস কক্ষে প্রবেশ করছেন সেবাগ্রহীতারা।
ডাকঘরটিকে ঘিরে নেই কোনো সীমানা প্রাচীর বা নিরাপত্তা দেয়াল। লোহার গেটও উধাও হয়ে গেছে বহু আগেই। কে বা কারা এসব সরিয়ে নিয়েছে, তা নিশ্চিত নয় কেউই। ফলে ডাকঘরের সামনের ফাঁকা জায়গাটি দখল করে রাখছে স্থানীয় পরিবহন শ্রমিকরা। পথ আটকে দেওয়ায় বিড়ম্বনায় পড়ছেন পোস্ট মাস্টার থেকে শুরু করে সাধারণ সেবাগ্রহীতারা।
সম্প্রতি কয়েক দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। পানি জমে থাকতে থাকতে সৃষ্টি হয়েছে দুর্গন্ধ ও মশার উপদ্রব। আশপাশে কলকারখানার কর্মীরা প্রতিদিন এই ডাকঘরে সেবা নিতে এলেও এখন অনেকেই ফিরে যাচ্ছেন, আগ্রহ হারাচ্ছেন পোস্ট অফিসমুখী হতে।
একজন সেবাগ্রহীতা বলেন, “সামনেই ময়লার স্তূপ, পাশে দুর্গন্ধে দাঁড়িয়ে থাকাই কষ্টকর। এমন জায়গায় কেউই স্বেচ্ছায় আসতে চায় না।”
ডাকঘরের রানার ফরিদ উদ্দিন, শাহিন মিয়া এবং ডাক পিয়ন শামসুল হক জানান, বিষয়গুলো নিয়ে তাঁরা পোস্ট মাস্টারকে জানিয়েছেন। পোস্ট মাস্টারও ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়েছেন বলে দাবি করেন।
পোস্ট মাস্টার মো. ইব্রাহিম বলেন, “আমি দুই বছর আগে যোগদান করি। তখন থেকেই দেখি, অফিসের চারপাশের লোহার অ্যাঙ্গেলগুলো কেউ তুলে নিয়েছে। সীমানা ও নিরাপত্তা দুটোই এখন অনুপস্থিত। বৃষ্টিতে পানি জমে থাকে। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলে জানিয়েছেন।”
এ বিষয়ে জানতে নরসিংদী পোস্ট অফিস ইন্সপেক্টর আঞ্জু মনোয়ারা বেগমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।