নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি, গাজীপুর কালীগঞ্জ উপজেলা শাখার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নাগরী ইউনিয়নস্থ কালব্ রিসোর্ট এন্ড কনভেনশন হলে এ বনভোজন অনুষ্ঠিত হয়। দিনভর নানা আনুষ্ঠানিকতায় কর্মচারী সমিতির পিকনিক অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল বাতেন শেখের সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক আসাদুজ্জামানের (এরশাদ খান) পরিচালনায় আনুষ্ঠানিকা পর্বে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসসাদিকজামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা সমবায় কর্মকর্তা মির্জা ফারজানা শারমীন, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা খন্দকার শহিদুল ইসলাম, নাজির মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি গাজীপুর জেলা শাখার সভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান প্রমুখ।
এ সময় বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি, গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলা শাখার সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
দুপুরের মধ্যহ্ন ভোজের পর কর্মচারী সমিতির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের পুস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এছাড়াও উপজেলার কর্মচারী সমিতির ৯ সদস্যকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।
বিকেলে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংঙ্গীত পরিবেশন করেন উপজেলার তুমলিয়া ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি উপ-সহকারী মো. তাজুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা মহিলা অধিদপ্তরের আহসান হাবীব সাজু। এছাড়া অনুষ্ঠানে অন্যান্য অতিথি শিল্পীবৃন্দ ও বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সদস্যদের সন্তানরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
আগামীকাল কালব্ রিসোর্ট ১৬-২০ গ্রেট সরকারী কর্মচারী সমিতির বনভোজন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।