নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তালেব উদ্দিন ওরফে তালেব (৬২) হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির বন্দির মৃত্যু হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা। এর আগে ভোরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
মৃত তালেব উদ্দিন সুনামগঞ্জের জগন্নাথপুর থানার খাগাউড়া এলাকার বামিন্দা।
জেল সুপার সুব্রত কুমার বালা জানান, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হিসেবে এ কারাগারে বন্দি ছিল তালেব উদ্দিন। তিনি রাতে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তার বিরুদ্ধে মামলা নং-১৪/৯৮, জি আর- ৬১/৯৭, ধারা-৩০২/ ৩৪ রুজু ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওই জেলা সুপার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।