কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অটিস্টিক শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আবুল কালাম আজাদ, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি রেজাউল আলম স্বপন, উপজেলা প্রাথমিক শিক্ষা কমর্কতা শরিফা আক্তার, সহকারী শিক্ষা কমর্কতা নুরুজ্জামান, নিলুফা ইয়াসমিন প্রমুখ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কমর্কতা শরিফা আক্তার বলেন, যেসব অটিস্টিক শিশু পড়াশুনা করতে আগ্রহী তাদের বিদ্যালয়ে নিয়ে আসার জন্য হুইল চেয়ার দেওয়া হয়েছে। এতে করে অটিস্টিক শিশুরা স্কুলে অন্য বাচ্চাদের সাথে মিশতে পারবে এবং তাদের সাথে খেলাধুলা করতে পারবে, এতে করে তারা নতুনভাবে পরিবেশে থাকতে পেরে তাদের মেধার বিকাশ ঘটানোসহ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করার সুযোগ পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।