Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলালী বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তেলীপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দুলালী বেগম একই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।
ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু জানান, সকালে দুলালী বেগম ঝিঙ্গা তুলতে গিয়ে বিদ্যুতের টানা লাইনে স্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।