জুমবাংলা ডেস্ক: কুড়িগ্রামে প্রতিবেশীকে হত্যার দায়ে এক যুগ পর আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। খবর ইউএনবি’র।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল মান্নান আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মাহালম মিয়া (৪৮) নাগেশ্বরী উপজেলার কুটি বামনডাঙ্গা গ্রামে বাসক শেখের ছেলে। নিহত আমিনুর ইসলাম একই গ্রামের মনছের আলীর ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০৮ সালের ২৫ জানুয়ারি রাত ১১টার দিকে সালিশ বৈঠকে মাহালম দা দিয়ে প্রতিপক্ষ আমিনুরের মাথায় ও হাতে আঘাত করেন। পরে গুরুতর আহত আমিনুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় সালিশে বসা লোকজন মাহালমকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তিনি জামিনে বেরিয়ে এসে বর্তমানে পলাতক রয়েছেন।
সালিশে মাহালম অভিযোগ করেন, তার স্ত্রীর সাথে আমিনুরের অবৈধ সম্পর্ক ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।