কুমিল্লায় ৬ জন প্রাণহানির ঘটনায় সেই ডাম্প ট্রাকচালক গ্রেফতার

জুমবাংলা ডেস্ক : কুমিল্লার বুড়িচংয় উপজেলায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ছয় যাত্রীর  মৃত্যুর ঘটনায় সেই ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে।  কুমিল্লায় র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন শনিবার মধ্যরাতে এ তথ্য জানান।

কুমিল্লায় ৬ জন প্রাণহানির ঘটনায় সেই ডাম্প ট্রাকচালক গ্রেফতার
ফাইল ছবি

তিনি বলেন, শুক্রবার  রাতে ওই চালকের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করেন নিহত অটোরিকশা চালক মো. জুলহাস মিয়ার ছেলে মো. স্বপন মিয়া। এরপর  অভিযান চালিয়ে ট্রাকচালককে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে রোববার আমাদের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন জানান, ট্রাকটি ‘লাইসেন্সবিহীন’ ছিল বলা হলেও চালকের নাম সেখানে উল্লেখ করা হয়নি।

গত শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচংয়ের সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায় ড্রাম ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ ছয়জন নিহত হন।

মৃতরা হলেন— বুড়িচং উপজেলার সাদেকপুর গ্রামের অটোরিকশাচালক জুলহাস মিয়া (৬০) এবং একই গ্রামের যাত্রী আবুল হাশেমের ছেলে জহিরুল ইসলাম (৩৫), উপজেলার কংশনগর এলাকার দৌলত খানের ছেলে মো. জালাল উদ্দিন (৩৭), একই এলাকার আব্দুল মতিনের ছেলে আলমগীর হোসেন (২৭), দেবিদ্বার উপজেলার ছগুরা গ্রামের সাইফুল ইসলাম (৩৩)। এ ঘটনায় চিকিৎসাধীন নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় আহত একজনকে ময়নামতি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বালিশের নিচে রসুনের কোয়া যা ঘটবে আপনার শরীরে