জুমবাংলা ডেস্ক : কুমিল্লার বুড়িচংয়ে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শশীদল বিওপির টহল দল। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে সীমান্ত পিলার ২০৫৯/৮-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ আশাবাড়ি নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ভারতীয় নাগরিকরা হলেন- মো. নাসির (৩৩), চম্পা চিত্রকর (২৫), মো. তামিম (৬)।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে এ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।
বিজ্ঞপ্তিতে লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, মঙ্গলবার রাতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শশীদল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৫৯/৮-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ আশাবাড়ি (বাতানবাড়ি) নামক স্থান থেকে ৩ ভারতীয় নাগরিককে আটক করা হয়। তারা অবৈধভাবে ভারত থেকে চলতি বছরের গত ১৯ সেপ্টেম্বর বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামে নাসিরের খালু তোতা মিয়ার বাড়িতে সামাজিক অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার জন্য আসেন। অবৈধভাবে বাংলাদেশ অনুপ্রবেশ করায় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।