Advertisement
প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
আজ শুক্রবার সকালে উপজেলার ৩ নম্বর বন্দবের ইউনিয়নের পুরারচর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার ৩ নম্বর বন্দবের ইউনিয়নের পুরারচর গ্রামের বাসিন্দা ভ্যানচালক ছলিম উদ্দিনের মেয়ে শিশু আমেনা খাতুন (৮) এবং একই এলাকার শ্রমিক হাফিজুর রহমানের মেয়ে শিশু জিনিয়া আক্তার (৭) বাড়ির পাশে একটি জলাশয়ে শালুক তুলতে নেমে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার পূর্বেই ওই দুই শিশুর মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।