কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে মধ্যকুমরপুর স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক স্তরে এমপিওভুক্ত না হওয়ায় পুনর্বিবেচনার জন্য মানববন্ধন করা হয়েছে।
বুধবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষক আব্দুর রশীদ, আশরাফুল আলম, হযরত আলী, রেজাউল হক, মঞ্জুমান আরা বেগম, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শিমু আক্তার প্রমুখ।
শিক্ষকরা জানান, ১৯৯৩ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালে একাডেমিক স্বীকৃতি এবং ১৯৯৫ সালে মাধ্যমিক স্তর এমপিওভুক্ত হয়। সকল শর্ত পূরণ করার পরও উচ্চ মাধ্যমিক স্তর চলতি বছরে এমপিওভুক্তির আওতায় আসেনি। ফলে পুনর্বিবেচনার জন্য এই মানববন্ধন করা হয়।
কুড়িগ্রাম শহর থেকে ১৫ কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে নারীদের উচ্চ শিক্ষায় ভাল ফলাফল করে আসছে মধ্যকুমরপুর স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠানটি। বর্তমানে সেখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২২০ জন নারী শিক্ষার্থী পড়াশুনা করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।