Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের একটি পুকুর পাড় থেকে মানুষের খণ্ডিত একটি পা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) সকালে বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের একটি পুকুর পাড় থেকে পলিথিনে মোড়ানো পাটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত কারও শরীর থেকে বাম পা কেটে পুকুর পাড়ে ফেলে রেখে যেতে পারে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে বের হওয়া পথচারিরা পুকুর পাড়ে পলিথিনে মোড়ানো মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন একটি পা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে পা উদ্ধার করে নিয়ে যায়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, কোমরের নিচ থেকে কর্তনকৃত একটি পা পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তে পুলিশ কাজ শুরু করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।