লাইফস্টাইল ডেস্ক : পোশাক-পরিচ্ছদের পরিচ্ছন্নতা, সৌন্দর্য ও স্থায়িত্ব নির্ভর করে এর যত্নের ওপর। অযত্ন ও সংরক্ষণের ত্রুটিতে অনেক সময় কাপড় ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। ঈদ উপলক্ষে নতুন পোশাক কেনাকাটা হয়েছে নিশ্চয়ই। ঈদে নতুন জামা পরে ঘোরাঘুরির পালাও হয়তো শেষের দিকে।
এবার কিন্তু পোশাকটির যত্ন নেওয়ার পালা। গরমের দিনে সাধারণত সুতি কাপড়ের পোশাকেই বেশি আরাম। কেউ কেউ সিল্ক বা লিনেনও পরেন দাওয়াতের সাজে। একেকজনের পছন্দ হয় একেক রকম।
কারো পছন্দ সুতি, তো কারো প্রিয় সিল্ক। প্রিয় পোশাকটি দীর্ঘদিন ভালো ও ব্যবহার উপযোগী রাখতে চাই জুতসই যত্ন। একেক কাপড়ের একেক রকমভাবে যত্ন নিতে হয়। নিয়ম মেনে যত্ন নিলে পোশাক ভালো ও টেকসই থাকে।
অর্থের সাশ্রয় হয়।
সুতি
সুতি পোশাকের জন্য একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হয়। কেননা সুতি কাপড় নরম ও মসৃণ হয়। তাই ঘেমে গেলে দ্রুত উল্টো করে মেলে শুকিয়ে নিতে হবে। সুতি কাপড় ময়লা হলে ঠাণ্ডা পানিতে ডিটারজেন্ট মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।
এরপর হাত দিয়ে আলতোভাবে কেচে নিন। বেশি কাচলে সুতি কাপড় দুর্বল হয়ে যায়। সুতি কাপড় সরাসরি রোদে না শুকানোই ভালো। এতে কাপড় কুঁচকে যায়। ধোয়ার পর ভালো করে শুকিয়ে স্টিম ইস্ত্রি করে রাখতে হবে সুতি কাপড়। এ ছাড়া আপনার পোশাকের সঙ্গে থাকা ট্যাগে যদি ধোয়ার জন্য কোনো নির্দেশনা দেওয়া থাকে, সেটি অবশ্যই অনুসরণ করতে হবে। এটি যেকোনো পোশাক দীর্ঘদিন ভালো রাখার অন্যতম উপায়।
সিল্ক
সিল্কের পোশাক ড্রাই ক্লিন করাই উত্তম। এ ছাড়া সাধারণভাবেও পানিতে সাবান অথবা ডিটারজেন্ট দিয়ে সিল্কের পোশাক পরিষ্কার করা যাবে। তবে রঙিন সিল্কের পোশাক থেকে অনেক সময় রং উঠতে পারে। সে ক্ষেত্রে ড্রাই ক্লিন করাই ভালো। সিল্কের পোশাকে দাগ তুলতে বেশি ঘষাঘষি করা যাবে না। এতে জায়গাটি দ্রুত ছিঁড়ে যেতে পারে এবং রং নষ্ট হয়ে যেতে পারে। সিল্কের শাড়ি ভাঁজ করে না রেখে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা ভালো।
উল
উলের পোশাক একটু সাবধানেই ব্যবহার করা উচিত। কেননা উলের পোশাক একটু মোটা হয়। এমন পোশাক একটু বেশি ঝামেলার মনে হওয়া স্বাভাবিক। পানিতে ডিটারজেন্ট মিশিয়ে তাতে উলের পোশাক কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিন। অথবা লিকুইড সাবান বা শ্যাম্পু ব্যবহার করতে পারেন। মনে রাখতে হবে, গরম পানিতে এবং ওয়াশিং মেশিনে উলের কাপড় ধোয়া যাবে না। সরাসরি সূর্যের আলো ব্যবহার না করে খোলা স্থানে বাতাসে শুকিয়ে নিলে উলের পোশাক ভালো থাকে।
লিনেন
লিনেনের পোশাক ধোয়ার আগে দেখে নিন এতে থাকা ট্যাগে কোনো নির্দেশনা দেওয়া আছে কি না।
থাকলে এই নির্দেশনা মেনে পোশাক ধোয়াটাই বুদ্ধিমানের। লিনেনের পোশাকে ময়লা বেশি হলে অনেকে গরম পানি ব্যবহার করেন।
তবে বেশি গরম পানি ব্যবহার করবেন না। কুসুম গরম পানিতে ডিটারজেন্ট মিশিয়ে পরিষ্কার করুন।
লিনেনের পোশাক অন্য কাপড়ের সঙ্গে একত্রে ভিজিয়ে রাখবেন না। ইস্ত্রি করার সময় লিনেনের পোশাক উল্টো করে ইস্ত্রি করা ভালো।
জর্জেট
জজের্ট কাপড়ে ময়লা একটু কমই হয়। হলেও অল্পতেই তা পরিষ্কার হয়ে যায়। সাবান বা ডিটারজেন্ট যেকোনোটি দিয়ে জর্জেটের পোশাক পরিষ্কার করতে পারেন।
তবে ডিটারজেন্ট মেশানো পানিতেই জর্জেট কাপড় ভালো পরিষ্কার হয়। জর্জেট কাপড়ের আরেকটি সুবিধা, বারবার ইস্ত্রি করার প্রয়োজন পড়ে না। নেই ভাঁজ করে রাখারও ঝামেলা। কাপড় ধুয়ে রোদে শুকিয়ে স্বাভাবিক তাপমাত্রায় জর্জেটের পোশাক সংরক্ষণ করে রেখে দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।