জুমবাংলা ডেস্ক: সুরমা, কুশিয়ারা, কংস, মনু, খোয়াই ও জাদুকাটা নদীর পানি সমতল আগামী ২৪ ঘন্টায় দ্রুত বৃদ্ধি পেতে পারে।
এদিকে, বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের মেঘালয় এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আগামী ২৪ ঘন্টায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যার ফলে সুরমা, কুশিয়ারা, কংস, মনু, খোয়াই ও জাদুকাটা নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।
ব্রক্ষ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা এবং দক্ষিণ পূর্বাঞ্চলের নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। অপরদিকে উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।
আগামী ২৪ ঘন্টায় গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
বিগত ২৪ ঘন্টায় দেশের পর্যবেক্ষণাধীন ৯৩টি পানি সমতল স্টেশনের মধ্যে ৪১টিতে পানি সমতল বৃদ্ধি পেয়েছে এবং ৪৯ টির পানি সমতল হ্রাস পেয়েছে। ৩টি স্টেশনে পানি সমতল অপরিবর্তিত রয়েছে ।
গত ২৪ ঘন্টায় খুলনায় ২০০ মিলিমিটার, সাতক্ষীরায় ১৬১ মিলিমিটার,কানাইঘাট ১৩৫ মি.মি., সিলেট ১১৫ মিমি, সুনামগঞ্জে ৯৮ মিলিমিটার, পটুয়াখালিতে ৮১ দশমিক ৫ মিলিমিটার , শেওলায় ৭২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।