জুমবাংলা ডেস্ক : ৬০ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের। শুক্রবার(২০ ডিসেম্বর) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘স্কুটি সঙ্গী’ হিসেবে পরিচিত সেই খন্দকার ডালিয়া রহমান সহসাধারণ সম্পাদকের পদ পেয়েছেন।
ছাত্রদলের কাউন্সিল ঘিরে আলোচনায় থাকা ডালিয়া রহমান সংগঠনটির সাধারণ সম্পাদক হতে চেয়েছিলেন। মনোনয়নপত্র সংগ্রহ করে জমাও দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোথাও গেলে তার গাড়িবহরের সঙ্গে স্কুটি নিয়ে থাকতেন ডালিয়া। তিনি খালেদা জিয়ার ‘স্কুটি সঙ্গী’ হিসেবে রাজনৈতিক মহলে পরিচিত।
ডালিয়া ছাত্রদলের সবশেষ কমিটির বেসরকারি বিশ্ববিদ্যালয়বিষয়ক সহসম্পাদক পদে ছিলেন।
এরও আগে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এলএলবি ও এলএলএম করেছেন। ইউনিভার্সিটি অব লন্ডনের আওতায় তিনি এলএলবি অনার্স করছেন।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.