জুমবাংলা ডেস্ক : রোগীর মৃত্যুকে কেন্দ্র করে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্তব্যরত ডা. সুমিত পালকে মারধরের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ডা. সুমিত পাল এবং খুমেক হাসপাতালের পরিচালক ডা. মঞ্জুর মোর্শেদ থানায় মামলা করেছেন। কিন্তু এখন পর্যন্ত আসামিদের গ্রেফতার করা হয়নি।
আজ বুধবার দুপুরে খুলনায় সংবাদ সম্মেলনে ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), খুলনার নেতারা। অন্যথায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।
জানা যায়, ৩ এপ্রিল রাতে করোনা ইউনিটে বাগেরহাটের মোরেলগঞ্জের রফিকুল ইসলামের মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনরা ডা. সুমিত পালকে মারধর করে। তাকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিএমএ খুলনা সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, কোভিড ডেডিকেটেড হাসপাতালে কর্মরত চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনা দুঃখজনক। আত্মরক্ষার জন্য চিকিৎসকরা কোভিড রোগীর চিকিৎসা দিতে বিরত থাকলে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মামলার পর পুলিশকে ৪৮ ঘণ্টার আল্টিমেটামের কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে জরুরি বিভাগ ছাড়া সকল ক্ষেত্রে চিকিৎসকরা কর্মবিরতি শুরু করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।