জুমবাংলা ডেস্ক: খুলনার রূপসা উপজেলার সল্প বাহিরদিয়া গ্রামে স্কুলছাত্রী শিমলা খাতুন (১৪) হত্যা মামলায় মো. রনি হাওলাদার (১৯) নামের এক আসামিকে সোমবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। খবর ইউএনবি’র।
দণ্ডপ্রাপ্ত আসামি রনি রূপসা উপজেলার গোয়াল বাধাল এলাকার রবিউল হাওলাদারের ছেলে এবং ভুক্তভোগী স্কুলছাত্রী শিমলা খাতুন একই উপজেলার সল্প বাহিরদিয়া গ্রামের সারোয়ারের মেয়ে।
নিহত শিমলা স্থানীয় কাজদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
খুলনার জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন জেলা পিপি এড. এনামুল হক।
এ মামলার চার্জশিটভুক্ত অপর আসামি জসিম (১৫) অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে তার বিচারিক কার্যক্রম চলছে।
হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত দুই আসামির দেয়া ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দিতে জানা যায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পরিকল্পিতভাবে স্কুলছাত্রী শিমলাকে হাসুয়া ও ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, ২০১৬ সালের ১১ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে সারোয়ার হোসেন কর্মস্থল থেকে ফেরার সময় বাড়ির উঠানে তার মেয়ে শিমলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিমলাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরদিন শিমলার বাবা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে রূপসা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক গোলাম রসুল ২০১৭ সালের ৩০ আগস্ট দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলার ২৭ জন সাক্ষীর মধ্যে আদালতে ২৩ জন সাক্ষ্য প্রদান করেছেন।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ধর্ষণের শিকার হয়েছেন ১ হাজার ৩৪৯ জন নারী। এ সময় ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪৬ জনকে এবং ধর্ষণের চেষ্টা করা হয়েছে ২৭১ জনকে।
নভেম্বরে এ তথ্য জানায় জাতীয় পর্যায়ের আইন সহায়তা এবং মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র।
তবে এটি ধর্ষণের প্রকৃত সংখ্যা নয়, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠন জোট ‘প্রজন্মান্তরে নারীবাদী মৈত্রী’র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।