নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেন, বিএনপি অগণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতায় এসেছিল। তারা মুক্তিযোদ্ধাদের রাজাকার আর রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছে। যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে তাদের সম্মানিত করেছে। তাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাদের জন্মই হয়নি, তাদের মুখে গণতন্ত্রের কথা!
তিনি বুধবার (৩০ মার্চ) দুপুরে উন্নয়নশীল দেশে উত্তরণ সংক্রান্ত জাতীয় কমিটি ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চত্বরে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে এ কথা বলেন।
চুমকি আরো বলেন, বিএনপি নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস শিখায়নি। তারা ভুল ইতিহাসে আগামী প্রজন্মকে বিভ্রান্ত করেছে। একটি প্রজন্ম মিথ্যা ইতিহাস নিয়ে বড় হয়েছে। সেই জন্য দায়ী বিএনপি। প্রজন্মকে মিথ্যা ইতিহাসে বঙ্গবন্ধুকে খলনায়ক বানাতে চেয়েছিল তারা। বাংলার ইতিহাসকে বিকৃতি করা বিএনপির মুখে গণতন্ত্রের কথা সত্যি হাস্যকর।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, আÕলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, এইচ.এম আবু বকর চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুঞ্জুর-ই-এলাহী, নাগরী ইউপি চেয়ারম্যান মো. অলিউল ইসলাম অলি প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দফতরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থত ছিলেন। পরে স্থানীয় সংগীত ও নৃত্য শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।