জুমবাংলা ডেস্ক : আইসিইউ বিশেষজ্ঞ অধ্যাপক নজীব মোহাম্মদ গণস্বাস্থ্য কেন্দ্রের আইসিইউ ইউনিটে যোগদান করেছেন। এখন থেকে তিনি এই ইউনিটের প্রধান হিসেবে কাজ করবেন।
রবিবার গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইসিইউ বিশেষজ্ঞ অধ্যাপক নজীব মোহাম্মদ ২০০১ সালে ইউরোপিয়ান ডিপ্লোমা ইন ইনটেনসিভ কেয়ার মেডিসিনে (ইডিআইসি) ডিপ্লোমা অর্জন করেছেন এবং কানাডা, ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, সৌদী আরব ও মধ্য প্রাচ্যে ব্যাপক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। পরবর্তীতে তিনি ক্রিটিক্যাল কেয়ার (Critical Care Unit), Liver ITU I Multidisciplinary ICU তে মার্কিন যুক্তরাষ্ট্রের হাসপাতাল এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল ও অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি মেলবোর্ণ হাসপাতালে প্রশিক্ষণ নিয়েছেন ও বিশেষ কর্মদক্ষতা অর্জন করে দেশে ফিরেছেন। আপাতত তিনি আর দেশের বাইরে যাবেন না।
সংবাদ বিজ্ঞপ্তিতে শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা ও আইসিইউ দরকার এমন রোগীদের গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও ডায়ালাইসিস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে। হাসপাতালের ঠিকানা বাড়ী-১৪/ই, রোড-৬, ধানমন্ডি, ঢাকা-১২০৫। ফোন: ৯৬৭০০৭১-৫, ০১৭০৯৬৬৩৯৯৪, ০১৭১৬৮৩৮০৭৮।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।