নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বেলতলী গ্রামে গভীর রাতে একটি বসতবাড়িতে দুর্বৃত্তদের লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আলফাজ উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী আলফাজ উদ্দিন জানান, গভীর রাতে হঠাৎ শব্দে তার ঘুম ভেঙে যায়। কিছু বুঝে ওঠার আগেই সিলিংয়ের ফাঁক দিয়ে একজন ঘরের ভেতরে লাফিয়ে পড়ে। পরে সে দরজা খুলে দিলে আরও তিন থেকে চারজন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। সবার মুখ কাপড়ে ঢাকা ছিল এবং দেশীয় অস্ত্র দেখিয়ে তারা নিজেদের ডাকাত বলে পরিচয় দেয়।
তিনি বলেন, ডাকাতরা অস্ত্রের মুখে তাকে ও তার স্ত্রীকে জিম্মি করে বাড়ির চারটি কক্ষে তল্লাশি চালায়। এ সময় তারা নগদ প্রায় এক লাখ টাকা, দুই ভরি স্বর্ণালঙ্কার এবং একটি স্মার্টফোন নিয়ে যায়। ডাকাতরা ব্যাংক থেকে তোলা ১২ লাখ টাকার বিষয়ে জানতে চাইলেও টাকা নেই জানালে ভয়ভীতি দেখিয়ে চুপ থাকতে বাধ্য করে।
ভুক্তভোগীর স্ত্রী দুলেনা খাতুন বলেন, ডাকাত পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি গলায় থাকা স্বর্ণের চেইন খুলে হাতে নেন। কিন্তু শব্দ শুনে একজন দুর্বৃত্ত এসে তার হাত থেকে চেইনটি ছিনিয়ে নেয়। পরে আলমারি ভেঙে রাখা টাকা ও গয়না নিয়ে যায় তারা।
ভুক্তভোগীদের ধারণা, দুর্বৃত্তরা প্রথমে বাড়ির মূল ফটক ও বারান্দার গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর একটি কক্ষের দরজা ভেঙে সিলিংয়ের ফাঁক দিয়ে মূল শোবার ঘরে ঢোকে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


