Advertisement
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুরে সাপের কামড়ে কোহিনূর বেগম (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারগাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কোহিনূর বেগম একই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে মুরগির খোঁয়ারের ভিতর হাত ঢুকিয়ে ডিম নিচ্ছিলেন কোহিনূর। এ সময় খোঁয়ারের নিচে থাকা একটি বিষধর সাপ কোহিনূরকে দংশন করে। তার আর্তচিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে সাপটিকে মেরে ফেলে। পরে কোহিনূর বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।