গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সদর উপজেলায় প্রজনন মৌসুমে ব্রহ্মপুত্রে নদে মা ইলিশ শিকারের দায়ে আজ সোমবার (২৮ অক্টোবর) সাতজন জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার কামারজানি ও ফুলছড়ি উপজেলার মোল্লারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে পাঁচ কেজি ইলিশ এবং ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন আশরাফ আলী, আনোয়ার হোসেন, এরশাদুল মিয়াঁ, আল আমিন, সোহেল রানা, এমদাদুল হক ও আসাদুল মিয়াঁ।
জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) সাতজন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বীর আমির হামজা প্রত্যেক জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ জরিমানা করে। পরে জব্দকৃত ইলিশ মাছ সরকারি শিশু পরিবারে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুদ দ্বাইয়ান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হামজা জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা ও নৌ পুলিশের সদস্যবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।