গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফাজ্জল হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

Advertisement
আজ সোমবার (১৪ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল হোসেন গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের টেংরাজানি গ্রামের মকবুল হোসেনের পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত তোফাজ্জল হোসেন তাঁর ঘরে বিদ্যুৎ লাইন মেরামত করার সময় এই দুর্ঘটনার শিকার হন। তাকে তাঁর ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়।
বল্লমঝাড় ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঝন্টু তোফাজ্জল হোসেনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


