আন্তর্জাতিক ডেস্ক : গাজায় একের পর এক বিপাকে পড়েছে ইসরায়েলি সেনারা। দেশটি ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে নাজেহাল হয়ে পড়েছে। একের পর এক সেনা হারাচ্ছে। এমনকি জনে জনে সেনা আহত হচ্ছে গাজায়।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত ১৪ ঘণ্টায় গাজায় তাদের আরও ১৫ সেনা আহত হয়েছেন। এ নিয়ে গত ২৭ অক্টোবর থেকে শুরু করা স্থল অভিযানে তাদের এক হাজার ৩৫২ সেনা আহত হয়েছেন।
সেনাবাহিনীর তথ্যমতে, গত ৭ অক্টোবর থেকে গাজায় অভিযানে ইসরায়েলের অন্তত ৫৬৯ সেনা নিহত হয়েছেন। এছাড়া এ সময়ে তাদের আরও প্রায় দুই হাজার ৮৯৭ সেনা আহত হয়েছেন।
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির হামলার কারণে পুরো উপত্যকা এখন আশ্রয়শিবিরে পরিণত হয়েছে। এছাড়া দেশটির হামলায় ফিলিস্তিনের সাড়ে ২৮ হাজারের বেশি লোক নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে পাল্টা হামলায় দেশটির এক হাজার ২০০ লোক নিহত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।