নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: দলীয় প্রতীক পেয়ে জনতার অধিকার, আমাদের অধিকার, আমাদের অধিকার দেশ হবে জনতার’ এ স্লোগানে আনন্দ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে এ আনন্দ মিছিল করে দলটির নেতাকর্মীরা।
গণঅধিকার পরিষদ গাজীপুর জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় সহ-সভাপতি পাঠান আজাহারের নেতৃত্বে মিছিলটি উপজেলার বাইপাস মোড় থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিল শেষে বক্তব্য দেন নেতাকর্মীরা।
গণঅধিকার পরিষদের সহ-সভাপতি পাঠান আজাহার বলেন, ‘তারুণ্য নির্ভর আগামীর বাংলাদেশ গড়তে ভিপি নুরুল হক নুর ও রাশেদ খানের নেতৃত্বে গণঅধিকার পরিষদ ও তার অঙ্গ সহযোগী সংগঠন দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে আপমর জনতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে। ফ্যাসিবাদ সরকার আমাদের প্রতীক দেয়নি, এখন আমাদের দলীয় প্রতীক হয়েছে। আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনে নির্বাচন করব।’
তিনি আরও বলেন, ‘এক ফ্যাসিবাদ চলে গেছে আমরা নতুন ফ্যাসিবাদের জন্ম চাই না। বিগত সময়ে বিএনপি’র সঙ্গে আমরা রাজপথে আন্দোলন করেছি। তবে এখন বিএনপি’র কিছু লোক আমাদের সঙ্গে ঝামেলার চেষ্টা করছে। আমি এটার প্রতিবাদ করি এবং বিএনপি’র কাছে এর জবাবদিহিতা চাই। আমরা কারও প্রতিপক্ষ হতে চাই না। সবাই মিলে সুন্দরভাবে দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই।’
এ সময় আরও বক্তব্য দেন শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি সহসভাপতি আরিফ হোসেন, গাজীপুর জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মারুফ রানা, কালিয়াকৈর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক বিপ্লব হোসেন, কালিয়াকৈর যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাহেদ মেরাজ, সদস্য সচিব দুলাল, কালিয়াকৈর ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রিফাত হোসেন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।