জুমবাংলা ডেস্ক : গণহত্যা প্রতিরোধের আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে। গণহত্যার শিকারদের স্মরণ ও মর্যাদা দান এবং গণহত্যা প্রতিরোধের আন্তর্জাতিক দিবস-২০২০ উপলক্ষে বুধবার সন্ধ্যা ৬টায় মোমবাতি জ্বালিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন অংশগ্রহণকারী গণ্যমান্য ব্যক্তি ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
বর্তমান জেলা জজকোর্ট এলাকায় ১৯৭১ সালে (মালীপাড়া) সংঘটিত গণহত্যার চিহ্নিত একটি স্থানে এ অনুষ্ঠানের আয়োজন করে গাজীপুর জেলা শিল্পকলা একাডেমি।
বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও উন্নয়ন) মামুন সরদার, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, বীর মুক্তিযোদ্ধা বিজয় দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা শারমীন জাহান।
অন্যান্যের মধ্যে সাংবাদিক ও অভিনয় শিল্পী সৈয়দ মোকছেদুল আলম লিটন, জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক রফিকুল ইসলাম, সুরুজ খান, মাসুমা আক্তার মনি, নৃত্য প্রশিক্ষক এঞ্জেলিনা পিয়ানা রোজারিও সংগীতা, তবলা প্রশিক্ষক মোক্তাদির আল খোরশেদ, নাট্য প্রশিক্ষক রফিক খন্দকার প্রমুখ এতে অংশ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।