নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অবস্থিত দুটি হাসপাতাল ও একটি রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম এবং স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম।
অভিযানে মাওনা সিটি হাসপাতালে কোনো পরিবেশ ছাড়পত্র ও নারকোটিকস লাইসেন্স না থাকায় এবং নার্সদের সনদ ভুয়া হিসেবে প্রমাণিত হওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হাসপাতালের ট্রেড লাইসেন্সেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর ছিল না।
একই অভিযানে লাইফ কেয়ার হাসপাতালকে ১০ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পরিবেশন করার দায়ে ক্যাফে আফসার নামের একটি রেস্টুরেন্টকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, “একটি হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় কোনো বৈধতা তাদের ছিল না। তাদের এক মাস সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সংশোধন না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন, “জনস্বার্থে আমাদের এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।