নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজের সামনে অবস্থান নিয়ে তারা এ সিদ্ধান্ত জানান। এ সময় কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে ‘কমপ্লিট শাট ডাউন’ লেখা ব্যানার টাঙানো হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কলেজের শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার জন্য নার্সিং ইনস্ট্রাক্টর মো. জামাল উদ্দিন ভূঁইয়া, মো. তাজুল ইসলাম ও মো. মোখলেছুর রহমানকে বদলির দাবি তারা সাত কর্মদিবস আগে পেশ করেছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়ায় তারা অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধের ঘোষণা দেন।
শিক্ষার্থীরা বলেন, গত ২ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তারা অধ্যক্ষ পদে যোগ্য ব্যক্তিকে নিয়োগের দাবিতে আন্দোলন করেন। সেই দাবি পূরণ হলেও ওই আন্দোলনে উল্লিখিত তিন শিক্ষক শান্তিপূর্ণ কর্মসূচির বিরোধিতা করেন এবং আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের হুমকি দেন। পরবর্তীতে শিক্ষার্থীরা অধ্যক্ষ বরাবর লিখিত আবেদন দিয়ে তাদের পাঠদান বর্জনসহ শিক্ষার্থী বিষয়ক কার্যক্রম থেকে বয়কট করে। এরপরও তারা বিভিন্নভাবে শ্রেণিকক্ষের পরিবেশ নষ্ট ও শিক্ষার্থীদের অপদস্থ করছেন বলে অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।
কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান চয়ন বলেন, “কলেজের শিক্ষাবান্ধব পরিবেশ রক্ষায় স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
অন্যদিকে, অভিযুক্ত এক নার্সিং ইনস্ট্রাক্টর দাবি করেন, “আমরা সরকারি আদেশে এখানে বদলি হয়ে এসেছি এবং নির্দেশনা বাস্তবায়ন করছি। শিক্ষার্থীদের সঙ্গে কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে এ ধরনের আন্দোলনের যৌক্তিকতা নেই।”
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel