নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর ও কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে সংগঠিত করার চেষ্টা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকীতে কাঙালিভোজ আয়োজনের অভিযোগে রাতুল (২৩) ও তৌহিদুল ইসলাম সজল (২৬) নামের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে রাতুলকে এবং কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ রাজনগর কাচারী মাঠ এলাকা থেকে সজলকে আটক করা হয়। শনিবার (১৬ আগস্ট) সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি মুহম্মদ আবদুল বারিক ও কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন।
শ্রীপুরের আটককৃত রাতুল গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া (হাজী বাড়ি) গ্রামের আনিছুর রহমান ওরফে রশীদ মাস্টারের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। অন্যদিকে, সজল কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের নয়াবাজার এলাকার সানাউল্লাহ সরকারের ছেলে এবং সংগঠনটির কালীগঞ্জ শাখার সাবেক যুগ্ম সম্পাদক।
স্থানীয়রা জানান, ১৫ আগস্ট রাতুল তার বাড়িতে কাঙালিভোজের আয়োজন করেন। সেখানে কর্মীদের পাশাপাশি এলাকাবাসীর জন্য খিচুড়ি রান্না হচ্ছিল। খবর পেয়ে পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেফতার করে।
শ্রীপুর থানার ওসি মুহম্মদ আবদুল বারিক জানান, গত ১১ আগস্ট রাতে গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা এলাকায় মশাল মিছিলের প্রস্তুতিকালে ককটেল, পেট্রোল ও নাশকতার সামগ্রীসহ চারজনকে আটক করা হয়েছিল। ওই মামলায় রাতুলও আসামি ছিলেন। সেদিন পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গোপন সংবাদে তার অবস্থান জানার পর শুক্রবার দুপুরে বাড়ি থেকে তাকে আটক করা হয়।
অন্যদিকে, কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মারামারির অভিযোগে সজল দীর্ঘদিন ধরেই পুলিশের খোঁজে ছিলেন। গোপন সংবাদে খবর পেয়ে শুক্রবার দক্ষিণ রাজনগর কাচারী মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।