নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ীতে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকালে কোনাবাড়ীর হরিণা চালা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক আবু সাইদ জানান, বিভিন্ন সময় নিজেকে সেনাবাহিনীর হেডকোয়ার্টারের মেজর মাসুম পরিচয় দিয়ে এলাকার সাধারণ জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন আপন চৌধুরী (৪০)।
লোকজন দীর্ঘদিন তাকে সেনাবাহিনীর মেজর বলে জানতো। প্রতারণার বিষয়টি জানাজানি হলে কোনাবাড়ী থানায় অভিযোগ করেন স্থানীয়রা। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ভুয়া মেজর আপন ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর যাদুরচর গ্রামের মজিবুর রহমানের ছেলে। সে হরিণা চালায় বাসা ভাড়া নিয়ে থাকতো।
এ সময় তার কাছে প্রতারণার ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলেও জানান এসআই সাঈদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।